শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন নিয়ে বিএনপি বহু খেলা খেলেছে

——— আমু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি বহু খেলা খেলেছে। আর আজকে তারা নির্বাচনের কথা বলে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর নির্বাচনের নাম হয়েছিল ‘এক হোন্ডা, দুই গুণ্ডা, দুই স্টেনগান’। পোলিং বুথে কোনো ভোটার থাকত না। ব্যালট বাক্স হাইজ্যাক করে নির্বাচন করত। তারাই আজ নির্বাচন নিয়ে সততার কথা বলে। গতকাল বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। আরেক উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, স্যাটেলাইট থাকা বিশ্বের ৫৭টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। নিউক্লিয়ার এগ্রিমেন্টেও আমরা রয়েছি। বিশ্বের অন্যতম হায়েস্ট গ্রোয়িং ইকোনমির দেশ এখন বাংলাদেশ। এটা বৈশ্বিকভাবে প্রমাণিত। সেদিন আর দূরে নয় শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধ দেশ। প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, বর্তমান সরকারের উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের অর্জন অনেক। দারিদ্র্যপীড়িত বাংলাদেশ এখন শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে উন্নত বাংলাদেশে রূপান্তর হচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন নিয়ে মিথ্যাচার করা বিএনপির পুরনো অভ্যাস। খুলনার জনরায় যারা প্রত্যাখ্যান করেছে আগামী নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

সর্বশেষ খবর