শনিবার, ১৯ মে, ২০১৮ ০০:০০ টা
ইফতার বাজার

সিলেটে বাহারি ইফতারির পসরা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে বাহারি ইফতারির পসরা

নানা স্বাদের ইফতারির জন্য সিলেটের রয়েছে ব্যাপক সুখ্যাতি। রমজানে নগরীর বিভিন্ন রেস্টুরেন্টে হরেক রকম ইফতারি তৈরি করা হয়। মুখরোচক এসব ইফতারি কিনতে রোজাদাররাও ভিড় করেন। এবারও রমজানের প্রথম দিনেই দেখা গেছে বাহারি ইফতারির পসরা সাজিয়েছেন দোকানিরা।

সিলেট নগরীতে রেস্টুরেন্ট ছাড়াও অস্থায়ীভাবে ইফতারি তৈরির দোকান খোলা হয়েছে। গতকাল বিকালে এসব রেস্টুরেন্ট ও ইফতারি সামগ্রী বিক্রির দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। আকর্ষণীয়ভাবে সাজানো ইফতারির মধ্যে রয়েছে মোরগ মুসাল্লাম, মোরগ পোলাও, বড় বাপের পোলায় খায়, পেল্লাই জিলাপি, চিকেন কাঠি, শামী কাবাব, সুতি কাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, শাহী জিলাপি, পেঁয়াজু, বেগুনি, নিমকপারা, লাবাং, দইবড়া, দইবুন্দিয়া, ফিরনি, কাশ্মিরী শরবত, চিকেন সাসলিক, চিকেন ড্রামস্টিক, চিকেন ললিপপ, পাতলা খিচুড়ি, কাবাব, বিভিন্ন ধরনের আখনি ও বিরিয়ানি।

এসব ইফতারি সামগ্রীর দামেও কিছুটা তারতম্য রয়েছে। তবে বেশিরভাগ স্থানে প্রতি কেজি জিলাপি ১২০, শাহী জিলাপি ১৮০, দইবুন্দিয়া ২০০, ফিরনি ২২০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া চিকেন সাসলিক প্রতি কাঠি ৬৫, মোরগ মুসাল্লাম (হাফ) ১৮০, আস্ত মোরগ রোস্ট ৩২০, আখনি কেজি ২২০-২৮০, বিফ স্টিক ৪০-৬০ ও চিকেন ললিপপ প্রতিটি ৪০, বাখরখানি ৫-২০ টাকা ও প্রতিটি বিফ জালি কাবাব ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গতকাল হরেক রকম ইফতার সামগ্রী নিয়ে অনেককেই মেয়ের বাড়িতে যেতে দেখা গেছে।

সর্বশেষ খবর