শনিবার, ১৯ মে, ২০১৮ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে ধীরগতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকালও যানজট ছিল। ছুটি ও রোজার প্রথম দিন হওয়া সত্ত্বেও এদিন মেঘনা সেতু থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে যানবাহনের সারি ছিল এবং এসব যানবাহনকে চলতে হয়েছে অত্যন্ত ধীরগতিতে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ সেতু দুই লেনের হওয়ায় এখানে এসে যানবাহনের গতি ধীর হয়ে যায়। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, রোজার কারণে চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যান ও ট্রাকে করে সমানে ডাল, তেল, ছোলাসহ নানা ধরনের পণ্যবাহী যান ঢাকায় প্রবেশ করছে। ফেনীতে আটকে থাকা যানগুলোও আসতে শুরু করেছে। এ ছাড়া গজারিয়া অংশে দুই প্রান্তের মেঘনা ও মেঘনা-গোমতী সেতু দুটি দুই লেন এবং মহাসড়কটি চার লেন হওয়ায় যানবাহনকে সেতু পার হতে বিলম্ব করতে হয়। আর এতেই যানজট লেগে থাকছে। প্রসঙ্গত, কয়েক দিন ধরে এ মহাসড়কে যানজট লেগে আছে। কখনো এ যানজট চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ফেনী হয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম, কখনো মেঘনা ও মেঘনা-গোমতী সেতু, কখনো মুন্সীগঞ্জের গজারিয়ায় সৃষ্টি হচ্ছে। ফলে সড়কপথে ঢাকা-চট্টগ্রাম যেতে ছয়-সাত ঘণ্টার বদলে ১৭-১৮ ঘণ্টা পর্যন্ত লেগে যাচ্ছে।

সর্বশেষ খবর