রবিবার, ২০ মে, ২০১৮ ০০:০০ টা

দুই নারী কাউন্সিলরের ভাগ্য নির্ধারণ ৩০ মে

সামছুজ্জামান শাহীন, খুলনা

দুই নারী কাউন্সিলরের ভাগ্য নির্ধারণ ৩০ মে

খুলনা সিটি নির্বাচনে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রের পুনরায় ভোটগ্রহণ আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে। গতকাল এ বিষয়ে নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি জারি করেছে। রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, পূর্বে ঘোষিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোট ব্যবধান অনেক বেশি হওয়ায় নগরীর ২৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণে মেয়র ও সাধারণ কাউন্সিলর পদে প্রভাব পড়বে না। তবে ৯ ও ১০ নম্বর আসনের দুই নারী কাউন্সিলরের ভাগ্য নির্ধারণ হবে এ ভোটে। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে স্থগিত হওয়া ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন ২ হাজার ১২৪ জন।

এখানে সাধারণ কাউন্সিলর পদে বিএনপির প্রার্থী শমসের আলী মিন্টু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় ৪ হাজার ৮৬১ ভোটে এগিয়ে রয়েছেন। তবে সংরক্ষিত ৯ নম্বর আসনে বিএনপির প্রার্থী মাজেদা খাতুন ও স্বতন্ত্র প্রার্থী রুমা খাতুনের প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ৩৩৩ ভোট। নির্বাচনে মাজেদা খাতুন পেয়েছেন ১২ হাজার ১৯৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী রুমা খাতুন পেয়েছেন ১১ হাজার ৮৬১ ভোট।

অপরদিকে ৩১ নম্বর ওয়ার্ডে স্থগিত হওয়া লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওয়ার্ড কার্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ হাজার ৭০৭ জন। পূর্বে ঘোষিত ১৩টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আরিফ হোসেন মিঠু আরেক স্বতন্ত্র প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের তুলনায় ১ হাজার ১৭৬ ভোটে এগিয়ে রয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান রাসেল পিছিয়ে রয়েছেন ১ হাজার ৩৯৯ ভোটে।

তবে কাছাকাছি অবস্থান সংরক্ষিত ১০ নম্বর নারী আসনে। ৩৭ কেন্দ্রের মধ্যে ঘোষিত ৩৫টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের লুত্ফুন নেছা লুত্ফা ১৩ হাজার ৮৪৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিসেস রোকেয়া ফারুক পেয়েছেন ১৩ হাজার ৩৩৭ ভোট। দুজনের প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ৫০৯ ভোট।

নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, আগামী ৩০ মে স্থগিত হওয়া তিনটি আসনে পুনরায় ভোটগ্রহণ হবে। কর্মকর্তারা জানান, সংরক্ষিত ৯ ও ১০ আসনে প্রতিদ্বন্দ্বী নারী প্রার্থীরা ভোট প্রাপ্তিতে কাছাকাছি অবস্থানে থাকায় এই নির্বাচনেই তাদের ভাগ্য নির্ধারণ হবে।   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর