রবিবার, ২০ মে, ২০১৮ ০০:০০ টা

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, চারজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে বংশালের আগামসি লেন এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। জানা যায়, স্টোভ চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

দগ্ধরা হলেন— মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক (২৫), ফারুক হোসেন ( ২৮), মাহফুজ (১৬) ও নাঈম (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা  জানান, দগ্ধদের মধ্যে রফিকের শরীরের ৫০ শতাংশ ও ফারুকের ২৮ শতাংশ পুড়ে গেছে।

এদিকে গতকাল রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনে ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সভাপতি গ্রুপের সদস্যরা দুই ছাত্রকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্ররা হলেন— উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহেল (২১) ও নীরব রানা (২২)।

কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের লিফলেট বিতরণ শেষে ফেরার পথে সভাপতি রিপন, সহ-সভাপতি মুরাদসহ চার-পাঁচজন তাদের ওপর হামলা চালান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর