রবিবার, ২০ মে, ২০১৮ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে সরকার : ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণআন্দোলনের স্রোতের মুখে পড়ে সরকার অবাধ, সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে। তিনি বলেন, আন্দোলন ঘোষণা দিয়ে হয় না। কোটা আন্দোলন দেখুন। কোনো নেতাও ছিল না। সময় আসছে। জনগণ আর আমাদের দিকে তাকিয়ে থাকবে না। নিজেরাই রাস্তায় নেমে নিজেদের অধিকার আদায় করে নেবে। সরকার তখন গ্রহণযোগ্য নির্বাচন দিতে বাধ্য হবে।

গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘গ্রহণযোগ্য নির্বাচন ও বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় ড. মোশাররফ হোসেন এসব কথা বলেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজক সংগঠনের উপদেষ্টা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, জিনাফ সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর