বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

৩ কেন্দ্রে ভোট স্থগিতের কারণ জানতে চায় ইসির তদন্ত টিম

নিজস্ব প্রতিবেদক, খুলনা

৩ কেন্দ্রে ভোট স্থগিতের কারণ জানতে চায় ইসির তদন্ত টিম

খুলনা সিটি নির্বাচনে তিনটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের তদন্ত টিম। গতকাল খুলনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে ওইসব কেন্দ্রে ভোটগ্রহণে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন কমিটির সদস্যরা। এ সময় ভোটের দিন ওইসব কেন্দ্রে কী হয়েছিল সেটিই জানতে চাওয়া হয়। তদন্ত কমিটির প্রধান ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান জানান, তদন্ত শেষে তারা নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত কমিটির অন্য দুই সদস্য উপ-সচিব মো. ফরহাদ হোসেন এবং সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম এ সময় উপস্থিত ছিলেন। রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, ৩০ মে ওই তিনটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে। এতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সংরক্ষিত দুটি ওয়ার্ডের চারজন নারী কাউন্সিলর প্রার্থী এবং সাধারণ একটি ওয়ার্ডে দুজন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন। উল্লেখ্য, ১৫ মে খুলনা সিটি নির্বাচনে জাল ভোট ও অনিয়মের অভিযোগে ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কেন্দে  ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।

এর মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটের ব্যবধান বেশী থাকায় বর্তমান কাউন্সিলর মো. শমশের আলী মিন্টুকে বিজয়ী ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর