শিরোনাম
বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীতে মেয়রের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ঈদ শুভেচ্ছা ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদে আধা ঘণ্টা সড়ক অবরোধ করেছেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। মঙ্গলবার দুপুরে নগরীর ব্যস্ততম আরডিএ মার্কেটের সামনে সমর্থকদের নিয়ে তিনি সড়ক অবরোধ করেন। এ সময় সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সমর্থকরাও সেখানে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল অভিযোগ করেন, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সমর্থকরা তার টানানো ব্যানার ছিঁড়ে ফেলেছে। ওই ব্যানারে সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছিল। তিনি এ ঘটনায় স্ত্রীসহ রাস্তায় বসে প্রতিবাদ জানাতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।

 পরে সমর্থকদের নিয়ে নিজেই বসে পড়েন সড়কে।

নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ জানান, আগে থেকে নগরীজুড়ে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঈদ শুভেচ্ছা ও আগামী নির্বাচনে নগরী বদলে দেওয়ার আহ্বান জানানো ব্যানার ছিল। বিএনপি কর্মীরা লিটনের সেই ব্যানার ছিঁড়ে ফেলেছেন। তারা প্রতিবাদ জানিয়ে বুলবুলের ব্যানার ছিঁড়ে সেখানে লিটনের ব্যানার টানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর