বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

এ কে আজাদকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদকে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত  সংস্থাটির পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মীর মো. জয়নুল আবেদিন শিবলী জিজ্ঞাসাবাদ করেন। জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমার বক্তব্য দুদককে বলেছি। তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। অভিযোগের বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই।’ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে গতকাল জিজ্ঞাসাবাদ শেষে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কে আজাদ এসব কথা বলেন। এর আগে ৯ মে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও বিদেশি ক্রেতার সঙ্গে পূর্বনির্ধারিত আলোচনা থাকার কারণ দেখিয়ে দ্বিতীয় দফায় হাজির হননি এ কে আজাদ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক তাকে ১০ দিনের সময় দিয়ে ফের ২২ মে তলব করেছিল। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে হা-মীম গ্রুপের এ কে আজাদকে ৩ এপ্রিল প্রথম তলব করা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে সময় বৃদ্ধির আবেদন করেছিলেন তিনি। তার বিরুদ্ধে কর-ভ্যাট ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক সূত্র জানায়, ২০১৭ সালের ১০ অক্টোবর হা-মীম গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী এ কে আজাদের ফনিক্স টাওয়ারের কার্যালয়ে অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছিল দুদক। দুদকের হটলাইন ‘ওয়ান জিরো সিক্স’ নম্বরে এফবিসিসিআইর সাবেক এই সভাপতির বিরুদ্ধে সরকারি জমি আত্মসাতের অভিযোগ এলে দুদক পরিচালক যায়েদ হোসেন খানের নেতৃত্বে একটি টিম ফনিক্স টাওয়ারের অফিসে যায়। প্রায় এক ঘণ্টা ফনিক্স টাওয়ারে অবস্থান করে ব্যবসায়ী এ কে আজাদকে না পেয়ে তার অফিসের কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিয়ে চলে আসে টিম। এর পরপরই ওই অভিযোগসহ অবৈধ সম্পদ ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

সর্বশেষ খবর