বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

নিবন্ধন পেল না সাকার এনডিপি

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধন পেতে দলটি আদালতের শরণাপন্ন হলেও বহুল আলোচিত ষষ্ঠ সংসদের পর ধারাবাহিকতা না থাকায় নিবন্ধন দেবে না কমিশন। ২০০৮, ২০১৩ সালের পর এবারও এনডিপি আদালতের শরণাপন্ন হয়। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী প্রতিষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আবার তৎপর হলেও ‘না’ করে দিয়েছে নির্বাচন কমিশন। সর্বশেষ গেল ১২ মার্চ দলটিকে নিবন্ধনের বিষয়টি বিবেচনার জন্য উচ্চ আদালত আদেশ দেয়। সোমবার এ পরিপ্রেক্ষিতে দলটির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজাকে চিঠি দিয়ে জানানো হয়, ১৯৯৬ ও ২০০১-এর নির্বাচনে এনডিপি প্রতিদ্বন্দ্বিতা করেনি।

সর্বশেষ খবর