শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা

তিন কেন্দ্রে অস্বাভাবিক ভোটের কারণ জানতে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

তিন কেন্দ্রে অস্বাভাবিক ভোটের কারণ জানতে তদন্ত কমিটি

খুলনা সিটি নির্বাচনের সময় তিন কেন্দ্রে অস্বাভাবিক ভোট গ্রহণের কারণ খুঁজছে নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত টিম। এ লক্ষ্যে গত দুই দিনে তারা সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলেছেন।

জানা গেছে, তারা খুলনা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব কেন্দ্রের প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১০ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা (এআরও), স্থগিত হওয়া তিন কেন্দ্রের ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। তদন্ত কমিটির প্রধান ইসির যুগ্মসচিব খোন্দকার মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ২৭ মে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন ইসির উপসচিব ফরহাদ হোসেন ও সিনিয়র সহকারী সচিব শাহ আলম। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত শেষে গতকাল সকালে ইসির তিন সদস্যের তদন্ত টিম ঢাকায় ফিরেছেন। রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, ৩০ মে স্থগিত তিন কেন্দ্রে ভোট হবে।

সর্বশেষ খবর