শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা

রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে বেলা ৩টা থেকে রাত ৯টা

নিজস্ব প্রতিবেদক

রমজানে দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তেল গ্যাস খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। গতকাল পেট্রোবাংলার সংশোধিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৩ মে এক সভায় গ্রীষ্ম মৌসুম ও রোজায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সিএনজি স্টেশনগুলো বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল জ্বালানি বিভাগ।

সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর লক্ষ্যে রোজার মাসে সাময়িকভাবে সারা দেশে সব সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার পুনঃসিদ্ধান্ত নিয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারা দেশে সিএনজি স্টেশনগুলোকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানিগুলোর ভিজিল্যান্স টিম মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

সর্বশেষ খবর