রবিবার, ২৭ মে, ২০১৮ ০০:০০ টা

ঈদে ভোগান্তিতে ভরসা এখন ৯০ বগি

পূর্বাঞ্চল রেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এবার ঈদে যাত্রীসেবার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। সে অনুযায়ী ট্রেনগুলোতে ৯০টি বগি (কোচ) সংযোজনের কাজ শুরু হয়েছে। এসব বগি ঈদ স্পেশাল ট্রেন সার্ভিস হিসেবে বাড়তি যাত্রী পরিবহন করবে। এতে যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের প্রধান কারখানা পাহাড়তলী থেকে মেরামত শেষে ৯০টি বগি রেলের পূর্বাঞ্চলে যুক্ত করা হচ্ছে। এরই মধ্যে কারখানা থেকে ৪২টির মতো বগি বের হয়েছে। বাকিগুলো প্রতি সপ্তাহে গড়ে ১০-১২টি করে বের হবে। পূর্বাঞ্চলের পাহাড়তলী ওয়ার্কশপ তত্ত্বাবধায়ক ফকির মো. মহিউদ্দিন বলেন, ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে রেল প্রশাসন দ্রুততার সঙ্গে কাজ করছে। এবার পূর্বাঞ্চলে ৭৫টি বগি বিভিন্ন ট্রেনে সংযোজনের কথা থাকলেও ৯০টি কোচ দেওয়ার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে অনেক বগি বের হয়েছে। ওয়ার্কশপে লোকবল সংকটের মধ্যেও অর্ধেক জনবল দিয়ে দ্বিগুণ কাজ করা হচ্ছে।

পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) সরদার শাহাদাত আলী বলেন, এবারে পূর্বাঞ্চলে ঈদযাত্রার জন্য প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনের পাশাপাশি চট্টগ্রাম-চাঁদপুর রুটে এবং ঈদের দিন শোলাকিয়ায় একাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকছে।

সর্বশেষ খবর