শুক্রবার, ১ জুন, ২০১৮ ০০:০০ টা

ফ্যাটি লিভারে আক্রান্ত সাড়ে ৪ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক

‘দেশের সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত, যা সিরোসিস ও লিভার ক্যান্সারের অন্যতম কারণ। আশঙ্কাজনক হারে এ রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে।’

গতকাল আন্তর্জাতিক ন্যাশ দিবস উপলক্ষে সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে হেপাটোলজি সোসাইটি আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার ৩৩ দশমিক ৮৬ শতাংশ লিভারে চর্বি রোগে আক্রান্ত। আর দেশের এক-তৃতীয়াংশ মানুষ এ রোগে ভুগছেন। গ্রামের স্থূলকায় নারীরা সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন (৭৩.২১ শতাংশ)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর