বুধবার, ৬ জুন, ২০১৮ ০০:০০ টা
ভেজালবিরোধী অভিযান

বিএফসিকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ভেজালবিরোধী পৃথক অভিযানে গতকাল বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। দুপুরে উত্তরার জসীমউদ্দীন রোডে অভিযান চালিয়ে বিএফসিকে ৬ লাখ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে দুজনকে ৩ মাস করে জেল দেওয়া হয়।  ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, বিএফসি খাবারের রেস্টুরেন্টে অভিযান চালিয়ে খাবার অনুপযোগী তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। অস্বাস্থ্যকর এবং অবহেলায় রান্না করার অভিযোগে ওই রেস্টুরেন্টের দুজনকে তিনলাখ করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে দুজনকে ৩ মাস করে জেল দেওয়া হয়।  এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা প্লাজায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঈদকে কেন্দ্র করে বিদেশি শাড়ির দোকানদাররা বিক্রির মাধ্যমে যাচ্ছেতাইভাবে টাকা হাতিয়ে নেওয়া, ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেওয়া, বিদেশি শাড়ির নাম দিয়ে দেশি শাড়ি বিক্রিসহ নানা ধরনের প্রতারণার প্রমাণ পায়। অভিযান শেষে মনে রেখ শাড়িকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরিসহ পচা, বাসি খাবার সংরক্ষণ এবং খাবারের মধ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৭০ হাজার টাকাসহ মোট ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর