শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে মেহেদি উৎসব

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও যৌথ উদ্যোগে মেহেদি উৎসবের আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাব ও ঢাকাবাসী সংগঠন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স লাউঞ্জে ক্লাব সদস্যদের স্ত্রী-সন্তানদের নিয়ে এই এলিট মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়। চাঁদরাত পর্যন্ত এ উৎসব চলবে।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফিলিপাইনের রাষ্ট্রদূত রিসেন্টে রিভেনসিও টি বান্ডিলো, ঢাকাবাসীর সভাপতি মো. শুকুর সালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকার ঐতিহ্যবাহী কাসিদা ও নৃত্য, গজল ও ঈদের ইসলামী গান পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে মেহেদি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, মেহেদি উৎসব বাঙালির প্রাচীন ঐতিহ্য। এটি যাতে হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সর্বশেষ খবর