সোমবার, ১১ জুন, ২০১৮ ০০:০০ টা

চন্দ্রা-এলেঙ্গা ফোর লেন কাল খুলে দেওয়া হচ্ছে

—————— ওবায়দুল কাদের

গাজীপুর প্রতিনিধি

সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল থেকে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ফোর লেন পুরোপুরি খুলে দেওয়া হবে। সড়কের ২৩টি ব্রিজের ওপর দিয়েও গাড়ি চলবে। ঈদের পরেও যারা ফিরতি যাত্রায় শামিল হয়ে কর্মস্থলে ফিরে আসবে তাদের জন্য আমরা এ রাস্তা খুলে দিচ্ছি। তিনি জানান, ঈদের পর প্রধানমন্ত্রী এ সড়কের উদ্বোধন করবেন। তিনি আরও বলেন, সড়ক সম্পর্কে নানা রকমের আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিশেষ করে এই রুট নিয়ে। আমি আশ্বস্ত করতে চাই এই সড়কে (গাজীপুর-এলেঙ্গা) এই ঈদে গত কয়েকবারের চেয়ে স্বস্তিতে মানুষ যাতায়াত করবে। তিনি রবিবার দুপুরে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমার বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করবেন না। আমি বার বার একটা কথা বলেছি সড়কের জন্য যানজট হবে না। কিন্তু কোনো কোনো পত্র-পত্রিকায় দেখেছি সেটা সড়কে যানজট হবে না। এটা কিন্তু এক কথা নয়। সড়কের কারণে যানজট হবে না, আমি এটা বলেছি। আর আপনি যদি বলেন সড়কে যানজট হবে না। এটা তো ভিন্ন বিষয়। তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি যখন রাস্তায় আটকে যাবে, বিকল হয়ে যাবে। আমরা চাচ্ছি ফিটনেসবিহীন গাড়ি যতটা কমানো যায়। যদি রং সাইডে গাড়ি যায়, তখন যদি যানজট হয়, আমি এটা বন্ধ করব কেমন করে। এর জন্য তো সড়ক দায়ী নয়। রাস্তা মেরামত ও মেইনটেনেন্সের কাজ আমরা শেষ করেছি। আমি বলতে পারি কোনো অবস্থায় সড়কের জন্য গাড়ি বন্ধ থাকবে না। সড়কের কারণে যানজট হবে না। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, ওনাকে (খালেদা জিয়া) অনুরোধ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে চিকিৎসা করার জন্য। রাজি হলেই তাকে সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তিনি জেলে আছেন দণ্ডপ্রাপ্ত হয়ে। তার সঙ্গে মানবিক আচরণের কোনো বিষয় নেই বা অমানবিক আচরণ করতে হবে এ রকম কোনো কথাও নেই। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী। তার চিকিৎসায় শেখ হাসিনা সরকার গাফিলতি করবে এটা মনে করার কোনো কারণ নেই। এ সময় মন্ত্রীর সঙ্গে হাইওয়ের ডিআইজি মো. আতিকুল ইসলাম, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডি কে এন নাহিন রেজাসহ সড়ক জনপথ ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর