শিরোনাম
সোমবার, ১১ জুন, ২০১৮ ০০:০০ টা

টিকিট কালোবাজারির দায়ে দুজনের দণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঈদের ফিরতি টিকিট বিক্রির দ্বিতীয় দিনে গতকাল রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির দায়ে দুজনকে জেল-জরিমানা করা হয়েছে। সকাল ১০টায় স্টেশনের ভিতরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জেল-জরিমানা করা হয়। দুজনের মধ্যে পবার কাপাশমূলের আবু হানিফের ছেলে কাওসার আলীকে (৩৮) ভোক্তা অধিকার আইনে তিন হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মহানগরীর শিরোইল কলোনির হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমানকে (২৬) রেলওয়ে আইনে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত চলাকালে কাওসার আলী জরিমানার তিন হাজার টাকা পরিশোধ করেন। তাই তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে জরিমানার অর্থ পরিশোধ না করায় হাফিজুর রহমানকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে কাওসারের কাছ থেকে পাঁচটি ও হাফিজুরের কাছে থেকে চারটি টিকিট উদ্ধার করা হয়। এরা দুজনই বেশি দামে ফিরতি টিকিট বিক্রি করছিলেন। আদালত পরিচালনাকারী রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, নিয়মিত অভিযানের সময় এ দুজনকে আটক করা হয়। তারা রাজশাহী রেলওয়ে স্টেশনের পাঁচ নম্বর টিকিট কাউন্টারের সামনে কালোবাজারির টিকিট বিক্রি করছিলেন। পরে ওই কাউন্টারে টিকিট বিক্রেতাকে পরিবর্তন করে নতুন লোক দেওয়া হয়। এছাড়া পশ্চিমাঞ্চল রেলওয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর