সোমবার, ১১ জুন, ২০১৮ ০০:০০ টা

একাদশে ভর্তিতে মনোনীতদের প্রথম তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। গতকাল সকালে এই তালিকা প্রকাশ করা হয়। কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, প্রথম দফায় সারা দেশে ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

ভর্তির জন্য কলেজ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের আজ দুপুর থেকে আগামী ১৮ জুনের মধ্যে টেলিটক/রকেট বা শিউরক্যাশের মাধ্যমে ১৮৫ টাকা জমা দিয়ে কলেজ নিশ্চায়ন করতে হবে। ২৭ থেকে ৩০ জুন নির্বাচিত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। গত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। গত ১৩ থেকে ২৪ মে পর্যন্ত অনলাইন ও এসএমএসের মাধ্যমে কলেজে ভর্তি হতে ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন ছাত্র-ছাত্রী আবেদন করেন। ভর্তির জন্য কলেজ মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় ১৯ ও ২০ জুন আবেদন করতে পারবে। আগামী ২১ জুন দ্বিতীয় দফায় ফলাফল প্রকাশ করা হবে। তৃতীয় দফায় আবেদন করা যাবে ২৪ জুন। আগামী ২৫ জুন কলেজে ভর্তির তৃতীয় তালিকা প্রকাশ করা হবে।   

সর্বশেষ খবর