সোমবার, ১১ জুন, ২০১৮ ০০:০০ টা

ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ১০৭

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। তারা বলছে, দেশব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান হওয়া সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে পরিচিত ক্রেতার কাছ থেকে অর্ডার নিয়ে সুবিধাজনক স্থানে ইয়াবা, গাঁজা, হেরোইন চড়া দামে বিক্রি করছিল। ডিএমপি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৭২ জনকে গ্রেফতার করা  হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০৪ গ্রাম ৩৫৪ পুরিয়া হেরোইন, ২৫০ গ্রাম ২৭ পুরিয়া গাঁজা, ১২ বোতল ফেনসিডিল, ৮ বোতল বিদেশি মদ ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৫৭টি মামলা করা হয়েছে। এদিকে র‌্যাব-২ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে মাদকবিরোধী অভিযানে মোহাম্মদপুর, হাজারীবাগ, আদাবর ও শেরেবাংলা নগর থেকে ৩৫ জনকে গ্রেফতার করা  হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ২৮ হাজার ৩৫ টাকা ও ৮টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর