শিরোনাম
মঙ্গলবার, ১২ জুন, ২০১৮ ০০:০০ টা

অর্থনীতি দ্রুত সমৃদ্ধি পাচ্ছে, মানুষের উন্নতি কামনা করছি

——বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি দ্রুত সমৃদ্ধি পাচ্ছে, মানুষের উন্নতি কামনা করছি

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান —বাংলাদেশ প্রতিদিন

দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, ‘প্রতিদিন বসুন্ধরা চিন্তা করছে, কীভাবে দেশের উন্নতি করা যায়। দেশের মানুষের মঙ্গল কীভাবে করা যায়। আজকে বসুন্ধরা গ্রুপের সঙ্গে অন্ততপক্ষে ১০ লাখ পরিবার জড়িত। এই ১০ লাখ পরিবারের অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে জড়িত বসুন্ধরা। এ দেশের অর্থনীতি দ্রুত সমৃদ্ধি পাচ্ছে। আমাদের সঙ্গে যারা সম্পৃক্ত, ডিলার, ডিস্ট্রিবিউটর, শুভানুধ্যায়ীসহ যারা আমাদের পণ্য ব্যবহার করেন, তাদেরও সমৃদ্ধি কামনা করছি। আমি সবার জন্য দোয়া করছি। বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নতি কামনা করছি। বাংলাদেশ যেন খুব শিগগিরই একটা উন্নত দেশের কাতারে চলে যেতে পারে।’ গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দেশবরেণ্য শিল্পোদ্যোক্তা ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, আজ থেকে প্রায় ২০ বছর আগে এলপি গ্যাসের শিল্প শুরু করি। এমন এক সময়ে শুরু করি, যখন কেউ কল্পনাও করেনি এ দেশে এলপি গ্যাস জনপ্রিয় হবে। কিন্তু আমরা স্বপ্ন দেখতাম এ দেশে গ্যাসশিল্প আজ হোক কাল হোক প্রতিষ্ঠা পাবে। আমাদের বিদেশ থেকে এলপি গ্যাস আমদানি করে জ্বালানি চাহিদা পূরণ করতে হবে। আজকে আমরা আনন্দিত যে, আমরা সবার আগে শুরু করেছিলাম, আজও আমরা সবার থেকে অনেক এগিয়ে। এটা শুধু সম্ভব হয়েছে আমাদের ডিলার, ডিস্ট্রিবিউটর, শুভাকাঙ্ক্ষী, এ দেশের অগণিত মানুষের বসুন্ধরার প্রতি আস্থার কারণে।’ দেশে এলপি গ্যাসের এই স্বপ্নদ্রষ্টা বলেন, ‘ন্যাচারাল বা প্রাকৃতিক গ্যাস দুনিয়ার কোথাও বাসাবাড়িতে ব্যবহার হয় না। প্রাকৃতিক গ্যাস অত্যন্ত দুর্লভ একটা গ্যাস। এ গ্যাস সাধারণত বিদ্যুৎ উৎপাদন ও বড় বড় শিল্পকারখানায় ব্যবহৃত হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এত মহামূল্যবান গ্যাস বাসাবাড়িতে ব্যবহার করে আমরা শিল্পায়নকে বাধাগ্রস্ত করছি। আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদনকে বাধাগ্রস্ত করছি। আমি বলব, একটি দেশের প্রতিটি লোকের সমান অধিকার পাওয়া উচিত। যদি এলপি গ্যাস ব্যবহার করা হয়, তাহলে সারা দেশে সবার জন্য এলপি গ্যাস বাধ্যতামূলক করা উচিত। আর যদি সরকার মনে করে যে প্রাকৃতিক গ্যাস দেবে, তাহলে এলপি গ্যাস বাদ দিয়ে সবার জন্য প্রাকৃতিক গ্যাস দেওয়া উচিত। কেননা ১৬ কোটি মানুষের একই অধিকার। গরিব, ধনী, মধ্যবিত্ত সবার জন্যই একই নীতিমালা হওয়া উচিত।’ আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমরা যখন ১৯৯৯ সালে এলপি গ্যাস শুরু করি, তখন বছরে ৩০ থেকে ৪০ হাজার টন এলপি গ্যাস উৎপাদিত হতো। আজকে শুধু বসুন্ধরা গ্রুপ বছরে তিন থেকে চার লাখ টন এলপি গ্যাস আমদানি করে। আমরা আশা করি, বাংলাদেশে এলপি গ্যাসের যে চাহিদা, ১৬ কোটি মানুষের যে চাহিদা, সে চাহিদা পূরণ করেও আমরা রপ্তানি করতে পারব।’ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন, বসুন্ধরা গ্রুপ যতগুলো খাতে আছে, ততগুলো খাতেই লিডার হিসাব কার্যক্রম পরিচালনা করছে। ধরুন আবাসন খাত। বাংলাদেশের কাগজশিল্পে যত কাগজ প্রয়োজন, তার ৬০ ভাগ শুধু বসুন্ধরা গ্রুপ উৎপাদন করে। সিমেন্টশিল্পে বাংলাদেশে সবচেয়ে বড় বসুন্ধরা। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এমআরটিসহ সব জায়গায় বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে। সিমেন্টে বসুন্ধরাই প্রথম বাংলাদেশে ভিআরএম প্রযুক্তি এনেছে। শুধু বসুন্ধরার কাছেই এ প্রযুক্তি আছে। বসুন্ধরা সিমেন্টের যে গুণগত মান, তার অর্ধেকও নেই অন্য সিমেন্টের। সুতরাং বসুন্ধরা মানে বিশ্বাস করে। যেমন বসুন্ধরা ফুড অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়েছে। এখন প্রতিটি মানুষ বসুন্ধরার খাবার খোঁজেন। প্রতিটি মানুষের আস্থা যে বসুন্ধরা নির্ভেজাল। আমরা আশা করি, অদূরভবিষ্যতে বসুন্ধরা যেসব খাতে আসছে, তাও ভালো হবে।’ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি সবার সুস্বাস্থ্য ও উন্নতির জন্য মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব ডিভিশন (মার্কেটিং অ্যান্ড সেলস) মীর টি আই ফারুক রিজভী। এতে বসুন্ধরা এলপি গ্যাস, সুন্দরবন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের শীর্ষস্থানীয় কর্মকর্তা, পাঁচ শতাধিক পরিবেশক ও রিটেইলার উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর