মঙ্গলবার, ১২ জুন, ২০১৮ ০০:০০ টা

সন্ধ্যার যানজটে নাকাল চট্টগ্রাম, দুর্ভোগ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে এবার ঈদে যানজট অন্যতম প্রধান সমস্যা হিসেবে দাঁড়িয়েছে।  প্রতিদিন সন্ধ্যা নামলেই অসহনীয় যানজটে অস্থির হয়ে ওঠে পুরো চট্টগ্রাম নগর। নগরের প্রধান চারটি সড়কে ফ্লাইওভার নির্মাণ করেও যানজটের কোনো কূলকিনারা করা যায়নি। উল্টো এখন ফ্লাইওভারেও যানজট হচ্ছে।  ফলে সন্ধ্যা নামলেই যানজট নামের আতঙ্ক ভর করে নগরবাসীর মধ্যে। জানা যায়, চট্টগ্রাম নগরের যানজট নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও রেলওয়ে পূর্বাঞ্চল ২২ মে সকালে নগরভবনে সম্মেলন কক্ষে একটি বৈঠক করে। বৈঠকে নগরের ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭টি সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত অধিকাংশ সিদ্ধান্তই বাস্তবায়ন হতে দেখা যায়নি।  ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে নগরে যানজটের আকারও বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনও ‘আসন্ন ঈদকে সামনে রেখে যানজট নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটা জেলা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ’ হিসেবে চিহ্নিত করেছে।  চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহা বলেন, ‘সিদ্ধান্তগুলো বাস্তবায়ন বিভিন্ন সংস্থার ওপর নির্ভরশীল। তবুও আমরা ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি, অন্যান্য সংস্থাও কাজ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর