মঙ্গলবার, ১২ জুন, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল মানুষের অধিকার হরণের জন্য

—————— ওমর ফারুক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল মানুষের অধিকার হরণের জন্য

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ২০০৭-এর ১৬ জুলাই গ্রেফতার করা হয়েছিল গণতন্ত্রকে বন্দী করার জন্য, মানুষের অধিকার হরণের জন্য। আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার জন্য। কিন্তু শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়, রাজনৈতিক প্রজ্ঞা, সততা এবং দেশপ্রেমের জন্য তিনি তার বিরুদ্ধে সব অপপ্রচার ও কুৎসাকে অতিক্রম করেন। আজকের দিনটি কেবল শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, এই দিনটি জনগণের ক্ষমতায়নের মুক্তির দিবস। এই মুক্তির মাধ্যমে জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠার পথে বাংলাদেশ পা বাড়ায়। ২০০৮ সালের এই দিনে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক জাতির স্বপ্নের রূপকার রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্ত হন। ১১ জুন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং গণতন্ত্রের মুক্তির দিন। এই মুক্তির মাধ্যমে সত্যের জয় প্রতিষ্ঠিত হয়। এই মুক্তি দেশকে উত্তরণের পথ করে দেয়। এই মুক্তি জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন করে। গতকাল রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জেল কোড অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই সংসদ বহাল রেখেই আগামী নির্বাচন হবে। বিএনপির দাবি মানা বা তাদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নাই। তিনি আরও বলেন, আইনি লড়াই ছাড়া বেগম জিয়াকে মুক্ত করার কোনো পথ নাই।

সর্বশেষ খবর