মঙ্গলবার, ১২ জুন, ২০১৮ ০০:০০ টা

বাজেটে না থাকলেও এমপিও হবে : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কোনো ঘোষণা না থাকলেও নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এমপিওভুক্তির দাবিতে আন্দোলরত শিক্ষকদের রোজার মধ্যে কষ্ট না করে ঘরে ফিরে যাওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি। গতকাল প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে এফবিসিসিআইয়ের দুটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বাজেটে অনেক বিষয়ে উল্লেখ নেই,  কোন টাকা কোন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। এমপিওভুক্ত করার জন্য আগেই অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রীও এটা জানেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর