মঙ্গলবার, ১২ জুন, ২০১৮ ০০:০০ টা

‘বাজেটে লৌহশিল্প উপেক্ষিত’

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে বাণিজ্যিকভাবে আমদানি পণ্যের উপর অগ্রিম ব্যবসায়িক মূসক (এটিভি) ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে লৌহশিল্প থেকেই প্রায় হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করা হলে আমদানিকৃত কাঁচামালের দাম ব্যাপক বৃদ্ধি পাবে। যার ফলে ফিনিশ্ড প্রোডাক্টের সঙ্গে প্রতিযোগিতায় না টিকতে পেরে লৌহশিল্প খাত ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ আয়রণ স্টিল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত বাজেট মোটেও লৌহশিল্প-বান্ধব নয়। দেশের কতিপয় বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানকে প্রতি বছরের ন্যায় আমদানি শুল্ক হ্রাসের সুবিধা দিয়ে তাদেরকে আরও মনোপলি ব্যবসা করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। শুধু একটি শ্রেণির ব্যবসায়ীকে সুযোগ-সুবিধা প্রদান করে আর অন্য একটি খাতকে ধ্বংস করে দেওয়া মোটেই গ্রহণযোগ্য নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর