মঙ্গলবার, ১২ জুন, ২০১৮ ০০:০০ টা
২১ আগস্ট গ্রেনেড হামলা

আসামিপক্ষের পরবর্তী যুক্তিতর্ক ২০ জুন

নিজস্ব প্রতিবেদক

চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা দুই মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক অব্যাহত রয়েছে। দুই মামলায় মোট ৪৯ আসামির মধ্যে ৩৮ আসামির যুক্তিতর্ক শেষ হয়েছে। আসামিপক্ষের পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২০ জুন দিন ধার্য করেছেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে মামলা দুটির বিচার চলছে। গতকাল এ দুই মামলায় জামিনে থাকা আসামি সাবেক তদন্ত কর্মকর্তা এএসপি আবদুর রশিদের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী আবদুস সোবহান তরফদার। পরে এই যুক্তি অসমাপ্ত রেখে ২০ জুন পর্যন্ত যুক্তিতর্ক গ্রহণ মুলতবি করেছেন বিচারক। আদালতে রাষ্ট্রপক্ষে প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান, বিশেষ পিপি মো. আবু আবদুল্লাহ ভূঞা, আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল, অ্যাডভোকেট ফারহানা রেজা, অ্যাডভোকেট মো. আমিনুর রহমান, অ্যাডভোকেট আবুল হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর