বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

তেলতেলে সড়কে স্বস্তির নিঃশ্বাস

রাহাত খান, বরিশাল

ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শান্তিপূর্ণ করতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখন তোড়জোড় চলছে খানাখন্দে ভরা মহাসড়ক সংস্কারের। ঈদের আগেই মহাসড়ক সংস্কারে দিনরাত ছোটাছুটি করছেন সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আশার খবর হচ্ছে, ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল জেলার আওতাধীন ৭৬ কিলোমিটার দিয়ে এবার শান্তিতে বাড়ি ফিরছে ঘুরমুখো মানুষ। বরিশাল জেলার ৭৬ কিলোমিটার মহাসড়কের সংস্কারকাজ প্রায় শেষ করে এনেছে বরিশাল সড়ক বিভাগ। জেলার প্রবেশদ্বার ভূরঘাটা থেকে শেষ প্রান্ত লেবুখালী ফেরিঘাট পর্যন্ত মহাসড়কের দূরত্ব ৭৯ কিলোমিটার হলেও এর মধ্যে ৩ কিলোমিটার ঝালকাঠি সড়ক বিভাগের অন্তর্ভুক্ত। বাকি ৭৬ কিলোমিটারের ব্যবস্থাপনার দায়িত্বে বরিশাল সড়ক বিভাগ। এক বছর ধরে এই ৭৬ কিলোমিটার মহাসড়ক সংস্কারের কাজ চলাচ্ছে বরিশাল সড়ক বিভাগ। সংস্কারের কাজ প্রায় শেষ হলেও জেলার প্রবেশদ্বার ভূরঘাটা থেকে গৌরনদীর ইল্লা পর্যন্ত ২ কিলোমিটার মহাসড়ক একেবারে নাজুক হয়ে গেছে। তবে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ভূরঘাটা থেকে লেবুখালী ফেরিঘাট পর্যন্ত ৭৬ কিলোমিটার মহাসড়কের মধ্যে ৬০ কিলোমিটারে ১২০ কোটি টাকা ব্যয়ে গত বছর সংস্কারের কাজ শুরু হয়। ইতিমধ্যে পুরো প্রকল্পের বেশির ভাগ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন গৌরনদীর ইল্লা থেকে ভূরঘাটা পর্যন্ত ২ কিলোমিটার মহাসড়ক সংস্কারের কাজ চলছে। আগামী জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার কার্যাদেশ থাকলেও ঈদের অনেক আগেই মহাসড়কের ওই অংশের সংস্কারের কাজ শেষ হবে। জেলার আওতাধীন বাকি  ৭৪ কিলোমিটার মহাসড়ক একেবারে তেলতেলে মসৃণ বলে জানান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। এদিকে এই মহাসড়কের বাকেরগঞ্জ থেকে মির্জাগঞ্জ হয়ে বরগুনা পর্যন্ত ৫৭ কিলোমিটার সড়ক ও বরিশাল-ভোলা রুটের লাহারহাট ফেরিঘাট পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের অবস্থা ভালো বলে জানিয়েছেন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন।

অন্যদিকে বরিশাল থেকে বানারীপাড়া হয়ে নেছারাবাদ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের পুরোটাই ভালো বলে জানিয়েছেন বানারীপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম মাহমুদ রিপন। বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর থেকে মুলাদী হয়ে হিজলা পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কের অবস্থাও বেশ ভালো বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন। এদিকে বরিশাল থেকে উজিরপুর হয়ে সাতলা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কের অবস্থা কিছুটা খারাপ থাকলেও সম্প্রতি ওই সড়ক সংস্কারের কাজ সম্পন্ন হওয়ায় পুরো সড়কটিই ভালো বলে জানিয়েছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন।

সর্বশেষ খবর