বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

টাকা তুলতে ব্যাংকে গ্রাহকদের দীর্ঘ সারি

এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের পূর্ব মুহূর্তে গতকাল রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখাগুলোতে ছিল গ্রাহকদের উপচেপড়া ভিড়। প্রয়োজনীয় টাকা তুলতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গ্রাহকদের। অনেকেই নতুন টাকার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেছেন। এমন কি বাংলাদেশ ব্যাংকের ক্যাশ কাউন্টারেও গ্রাহকদের ভিড় ছিল লক্ষণীয়। এদিকে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর পল্টন, মতিঝিল, বনানী, গুলশান, দিলকুশাসহ বিভিন্ন এলাকায় ব্যাংকের শাখাগুলো ঘুরে দেখা গেছে, মানুষ টাকা তোলার জন্য চেক নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। গ্রাহকদের এই চাপ সামলাতে ব্যাংকের কর্মকর্তাদের হিমশিম খেতে হয়েছে। আবার বড় অঙ্কের চেক হলে তা একবারে না দিয়ে ছোট ছোট অঙ্কে টাকা দিয়েছে অনেক ব্যাংক। ঈদের আগে আর মাত্র একটি কার্যদিবস রয়েছে। আজ শবে কদরের ছুটি থাকায় ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর