বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

ঈদের ছুটিতে চিকিৎসা সেবা নিয়ে শঙ্কা

রংপুর মেডিকেল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আগামীকালই শেষ কর্মদিবস। শুক্রবার থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটিতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বিগত দিনে ঈদের ছুটিতে এ হাসপাতালে চিকিৎসাসেবা ভেঙে পড়ে। চিকিৎসার অভাবে রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটে। চিকিৎসা সুবিধা না পেয়ে রোগীরা হাসপাতাল ছেড়ে বেসরকারি ক্লিনিকে চলে যায়। অতীতের দুর্ভোগের কথা ভেবেই এবারও এই শঙ্কার সৃষ্টি হয়েছে।

তবে হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায় বলেন, এ বছর ঈদের ছুটিকালীন সময়ে চিকিৎসাসেবা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি ও আন্তঃবিভাগ সার্বক্ষণিক খোলা থাকবে। বিভিন্ন পর্যায়ের ১০০ চিকিৎসক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ছুটির সময় দায়িত্বে থাকা নার্স এবং ওয়ার্ডবয়রা গাফিলতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, এক হাজার শয্যার রমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকে ২ হাজারের বেশি রোগী। বহির্বিভাগেও দৈনিক ৪০০-৫০০ রোগী চিকিৎসা নিতে আসে। ঈদের ছুটিতে হিন্দুধর্মাবলম্বী চিকিৎসক দিয়ে কাজ চালাতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হন রোগীরা। সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য বলেন, প্রতি বছর ঈদের ছুটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন ওঠে। নার্স ও ওয়ার্ডবয়রাই ভরসা হয়ে দাঁড়ায়। আসলে যাদের দায়িত্ব দেওয়া হয় তারা যদি সঠিকভাবে পালন করেন তাহলে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু দায়িত্ব পালন করেন না বলেই রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হন।

সর্বশেষ খবর