বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে বৃষ্টিতে জলজট-যানজট

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে গতকাল দুপুরে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে সড়ক-মহাসড়কে জলজট ও যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী ও পথচারীরা ভোগান্তির শিকার হন। এ ছাড়া বিকালে বৃষ্টি চলাকালে গাজীপুরের রাজেন্দ্রপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে ১৫-২০ জন যাত্রী আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠান। গাজীপুর ট্রাফিক বিভাগের এএসপি সালেহ উদ্দিন আহমদ জানান, দুপুর আড়াইটার দিকে ভারি বৃষ্টিপাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস, বাসন সড়ক, মালেকের বাড়ী, সাইনবোর্ড, চান্দনা-চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে পানি জমে যায়। এতে ধীরগতিতে চলতে গিয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের লাইন সৃষ্টি হয়, যা সালনা পার হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় পথচারীরা রাস্তায় নেমে এলে ভোগান্তিতে পড়েন এবং সড়ক-মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। নাওজোর মহাসড়ক ফাঁড়ির ইন্সপেক্টর অহিদুল ইসলাম জানান, বৃষ্টি চলাকালে রাজেন্দ্রপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি কাত হয়ে পড়ে যায়। এতে ওই বাসের ১৫-২০ জন যাত্রী আহত হন।

তাদের উদ্ধার করে স্থানীয় ফায়ার স্টেশন ও এলাকাবাসী বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান। তবে তাদের নাম-পরিচয় তত্ক্ষণাৎ জানা যায়নি।

সর্বশেষ খবর