বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

সিগারেট বাদ দিয়ে বিড়ির ওপর কর আরোপ পক্ষপাতমূলক

বাজেট প্রতিক্রিয়ায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে ফিল্টার বিড়িতে ২৬ শতাংশ শুল্ক বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা বলেছেন, সিগারেট বাদ দিয়ে বিড়ির ওপর কর আরোপ পক্ষপাতমূলক আচরণ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তারা। ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেনসহ অন্যরা এতে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এর আগে এক বৈঠকে বিড়ি শিল্পের ওপর কোনো কর আরোপ না করার কথা বলেছিলেন অর্থমন্ত্রী। কিন্তু প্রস্তাবিত বাজেটে ফিল্টার বিড়িতে কর আরোপ করা হয়েছে। অন্যদিকে বহুজাতিক কোম্পানির কম দামি সিগারেটের মূল্যস্তর বৃদ্ধি করেননি, বরং কমিয়েছেন। দাম বাড়েনি বড়লোকের বেনসন সিগারেটের। অর্থমন্ত্রী বিড়ি শিল্প বন্ধের জন্য সময় নির্ধারণ করেছেন ২০৩০ সাল আর সিগারেট শিল্প বন্ধের সময় দিয়েছেন ২০৪০ সাল  পর্যন্ত। দুটি একই জাতীয় পণ্য হওয়া সত্ত্বেও অর্থমন্ত্রী সিগারেটের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছেন। এটা দুঃখজনক। তারা বলেন, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করতে হবে। ২০ লাখ শলাকার নিচে যেসব ফ্যাক্টরি বিড়ি উৎপাদন করে তাদের ট্যাক্স মুক্ত করতে হবে। সিগারেটের মতো বিড়ি শিল্প বন্ধের জন্য ২০৪০ সাল পর্যন্ত সময় দেওয়ার দাবি জানান বক্তারা।

সর্বশেষ খবর