বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

পবিত্র শবেকদর পালিত

নিজস্ব প্রতিবেদক

যথাযথ পবিত্রতা, মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে গতকাল দিবাগত রাতে পবিত্র শবে কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পুণ্যময় এ রজনীতে ইবাদত-বন্দেগির জন্য ইফতার ও মাগরিবের নামাজ শেষে মুসলমানরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি  মসজিদে জমায়েত হয়ে রাতভর ইবাদত-বন্দেগি করেন। মুসলিম নারীরা ঘরে ঘরে ইবাদতে মশগুল থাকেন। মসজিদগুলোতে মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ উম্মাহর শান্তি কামনা করা হয়। ইসলামে শবে কদরের মর্যাদা অনেক। এ রাতটি ইমানদারদের জন্য মহান আল্লাহর বিশেষ রহমত এবং অনুগ্রহস্বরূপ। শবে কদর উম্মতে মোহাম্মদীর একক সৌভাগ্য। আর কোনো নবীর উম্মতকে এ ধরনের ফজিলতপূর্ণ কোনো রাত বা দিন দান করা হয়নি। রমজানের এই মহিমান্বিত রাতেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি পবিত্র কোরআন নাজিলের সূচনা ঘটে। এ রাতের ইবাদতকে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ রাতে ইবাদতে মশগুল থাকতেন এবং সাহাবিদেরও বেশি বেশি ইবাদত করার নির্দেশ দিতেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর