বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা
৩৭তম বিসিএসের ফল প্রকাশ

নিয়োগের সুপারিশ ১৩১৪ জনকে

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করে ৩৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়েছে। সুপারিশকৃতদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০  জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২০ জন, তথ্যে ১৪ জন, কৃষিতে ৫০ জন, মেস্য ৭৯ জন, প্রাণিসম্পদে ৪৭ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ২১০ জন রয়েছেন। ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

সর্বশেষ খবর