শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা

খুলনায় বাজেট বরাদ্দের দাবি ১৮ খাতে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বন্ধ হওয়া নিউজপ্রিন্ট মিল ও দাদা ম্যাচ ফ্যাক্টরি চালু, পাট শিল্পে ন্যায্য মজুরি, বিমানবন্দর স্থাপন, জলাবদ্ধতা নিরসন ও চিকিৎসাসেবার উন্নয়নসহ খুলনায় ১৮ খাতে বাজেটে বেশি বরাদ্দের দাবি জানিয়েছে খুলনা উন্নয়ন ফোরাম। গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়নে বেশকিছু পদক্ষেপ নিলেও বাজেটে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তা বাস্তবায়ন করা যায়নি। নেতৃবৃন্দ বলেন, দিঘলিয়া উপজেলার সঙ্গে মূল শহরের যোগাযোগের জন্য ভৈরব নদের ওপর ব্রিজ নির্মাণ করা জরুরি।

এ ছাড়া নেতৃবৃন্দ অবহেলিত খুলনার উন্নয়নে পাইপলাইনে গ্যাস সরবরাহ, খুলনা-দর্শনা ডাবল রেললাইন চালু, ফাইভ স্টার হোটেল নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ, মোংলা থেকে খুলনা হয়ে বেনাপোল পর্যন্ত ৪ লেনের সড়ক, আইটি ভিলেজ নির্মাণে বাজেটে বেশি বরাদ্দ দেওয়ার দাবি জানান।

সর্বশেষ খবর