Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৪ জুন, ২০১৮ ০১:৪৫
এমপিওভুক্তির দাবিতে অবস্থান চলছেই
নিজস্ব প্রতিবেদক

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষক-কর্মচারীরা গতকালও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন। ‘নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে তারা গত রবিবার থেকে এ কর্মসূচি পালন করে আসছেন। গতকাল বিকালে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী (ডলার) এ প্রতিবেদককে জানান, সকালে কর্মসূচিস্থল থেকে পাঁচজন শিক্ষককে শাহবাগ থানা পুলিশ আটক করে। পরে দুজনকে ছেড়ে দিয়ে তিনজন শিক্ষিকাকে থানায় নিয়ে যায়। পরে দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ঈদের আগে যানজট যাতে না হয় এজন্য আন্দোলনকারী শিক্ষকদের প্রেস ক্লাবের সামনে জটলা না করতে অনুরোধ করা হয়। পরে শিক্ষকরা সেখান থেকে সরে যান। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি। শিক্ষক নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে আমরা গত ৫ জানুয়ারি আন্দোলন স্থগিত করেছিলাম। আমরা প্রধানমন্ত্রীর দেওয়া এমপিওভুক্তির আশ্বাসের বাস্তবায়ন চাই। আন্দোলনকারী শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী (ডলার) জানান, আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা না পাওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাব।

এই পাতার আরো খবর
up-arrow