বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা
ভেজালবিরোধী অভিযান

১১ প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ভেজালবিরোধী অভিযানে ১১টি প্রতিষ্ঠানকে পৌনে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উত্তরা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর (ডিএনসিআরপি) এ অভিযান চালায়। ডিএনসিআরপি ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, এপিবিএন-১ সদস্যদের অংশগ্রহণে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানে কসমেটিক্স দোকান পিংকী লেডিসকে ২০ হাজার টাকা; নিউ রাধূনী রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা; কাপড়ের দোকান ফড়িংকে ১ লাখ টাকা; এসবি জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা; পিজ্জা প্যালেসকে ৫০ হাজার টাকা; বনফুল অ্যান্ড কোংকে ১ লাখ টাকা; কাপড়ের দোকান প্রজাপতিকে ৫০ হাজার টাকা; বিক্রমপুর সুইটমিটকে ১ লাখ টাকা; গেস্ট ভাইজারকে ৫০ হাজার টাকা; চিলি থাই চিকেনকে ৫০ হাজার টাকা এবং কাপড়ের দোকান আলনাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর