শুক্রবার, ১৫ জুন, ২০১৮ ০০:০০ টা
পর্যটক বরণের অপেক্ষায়

শ্রীভূমি সিলেট

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিলেট। শ্রীভূমি সিলেটের পর্যটন কেন্দ্রগুলো সারা বছরই মুখর থাকে পর্যটকদের পদচারণায়। আর ঈদ এলে ঢল নামে পর্যটকদের। চাঙা হয়ে ওঠে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য। তবে এবার ঈদে ছুটি কম হওয়ায় পর্যটকদের আগমন নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। তারপরও পর্যটকদের বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এদিকে, পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। পাহাড়ের সঙ্গে মেঘের মিতালি, স্বচ্ছ জলের নিচে স্তরে স্তরে সাজানো নানা রঙের পাথর। উঁচু পাহাড় থেকে নেমে আসা ঝরনাধারা; অথবা ছোট্ট খালের বাঁক ধরে নৌকায় করে ঘন বনে হারিয়ে যাওয়া— প্রকৃতির এমন রূপ-লাবণ্য উপভোগে প্রতি ঈদে সিলেটে ছুটে আসেন সৌন্দর্যপিপাসু পর্যটকরা। তাই ঈদ এলেই পর্যটকদের স্বাগত জানাতে বাড়তি প্রস্তুতি নেন হোটেল-মোটেল মালিকরা। কিন্তু এবার ঈদের ছুটি কম হওয়ায় হোটেল ও রিসোর্টগুলোতে অগ্রিম বুকিংয়ের পরিমাণ অন্যবারের তুলনায় অনেক কম বলে জানালেন সংশ্লিষ্টরা।

সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এ টি এম সুয়েব শিকদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বছর শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সরকারি ছুটি কম পড়বে। এ কারণে পর্যটকদের সিলেটে আসার খুব বেশি সম্ভাবনা নেই। অন্যান্যবার ২০ রমজানের মধ্যে সিলেটের হোটেল, রিসোর্ট শতভাগ বুকিং হয়ে যেত। কিন্তু এবার ৩৫ ভাগ বুকিং হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর