বুধবার, ২০ জুন, ২০১৮ ০০:০০ টা

‘যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করে তুলছে মাদক’

নিজস্ব প্রতিবেদক

মাদক আগ্রাসন দেশের যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করে তুলছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। তিনি বলেন, ইয়াবা ঘিরে দেশজুড়ে পরিবারগুলোয় অশান্তি বিরাজ করছে। সমাজে ছড়িয়ে পড়ছে অস্থিরতা। তাই দেশ ও মানবতা বাঁচাতে মাদকের আগ্রাসী থাবা যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। গতকাল লালবাগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ফয়জুল্লাহ বলেন, মাদকের পাচার, ব্যবসা ও বিপণনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করা হলে মাদকের বিস্তার রোধে ভূমিকা রাখবে। শিশু ও যুবকদের প্রতি মনোযোগ দিতে হবে। মাদকের বিস্তার রোধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে দীনি শিক্ষা তাই শিক্ষার সর্বস্তরে দীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

সর্বশেষ খবর