শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনা পার্ক বিনোদনের নতুন দুয়ার

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

শেখ হাসিনা পার্ক বিনোদনের নতুন দুয়ার

সিলেট মহানগরীতে বিনোদন কেন্দ্রের অভাব রয়েছে। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা এ মহানগরীতে রয়েছে হাতেগোনা দু-একটি। শিশু-কিশোরদের জন্য নির্মল আনন্দে মেতে ওঠার স্থানেরও বড্ড সংকট। এরকম অবস্থায় সিলেট মহানগরীতে বিনোদনের নতুন দুয়ার খুলছে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’। সিলেট মহানগরী দক্ষিণ সুরমার আলমপুরে সুরমা নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠছে এ শিশু পার্ক। প্রায় চার একর জমির মধ্যে গড়ে ওঠা এই পার্কে বর্তমানে রাইড বসানোর কাজ চলছে। খোঁজ নিয়ে জানা যায়,বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালে সিলেট নগরীতে শিশু-কিশোরদের জন্য একটি পার্ক গড়ে তোলার উদ্যোগ নেয়। ওই সময় পার্কের জন্য ১৭ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেয়। তখন পার্কের নামকরণ করা হয় ‘সাইফুর রহমান শিশু পার্ক’। তবে বর্তমান সরকারের আমলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিতের একটি ডিও লেটারের সূত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় পার্কটি ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ হিসেবে নামকরণ করা হয়েছে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্রে জানা যায়, গণপূর্ত মন্ত্রণালয় থেকে জমি বরাদ্দ পাওয়ার পর ২০০৬ সালে শুরু হয় পার্কের নির্মাণ কাজ। ১২ কোটি টাকা বরাদ্দ ছিল রাইড স্থাপনের জন্য। জমি অধিগ্রহণে ব্যয় হয় এক কোটি ৩৭ লাখ টাকা। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এসে পার্কের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় রাইড স্থাপনের ১২ কোটি টাকা ফেরত যায়। এরপর দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল পার্কটি। গত বছর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পার্ক পরিদর্শনে গিয়ে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন। এজন্য অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর