রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীর ছয় এমপির সিদ্ধান্ত থাকবেন লিটনের পক্ষে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর ছয় এমপির সিদ্ধান্ত থাকবেন লিটনের পক্ষে

রাজশাহীর ৬ আসনের এমপিরা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে কাজ করবেন। এই এমপিদের সঙ্গে লিটনের দূরত্ব এতদিন অনেকটা প্রকাশ্য ছিল। এ নিয়ে অনেক এমপি কথা প্রকাশ্যে বলেছেন। তবে সব বিভেদ ভুলে আগামী সিটি নির্বাচনে লিটনের পক্ষে একাট্টা হয়েছেন তারা। ঢাকায় বৃহস্পতিবার সংসদ ভবনের একটি কক্ষে রাজশাহীর এমপিরা বৈঠকে মিলিত হন। ওই বৈঠকের আয়োজক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৈঠকে রাজশাহীতে আওয়ামী লীগের রাজনীতির বর্তমান অবস্থা, নেতাদের সঙ্গে কর্মীদের দূরত্ব নিয়ে আলোচনা হয়। এতে এমপি ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২), এনামুল হক (রাজশাহী-৪), আবদুল ওয়াদুদ দারা (রাজশাহী-৫), শাহরিয়ার আলম (রাজশাহী-৬) এবং সংরক্ষিত আসনের আখতার জাহান উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে ছিলেন  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। রাজশাহী-২ আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘আমরা রাজশাহীর এমপিরা মিলিত হয়েছিলাম। সেখানে আগামী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ১৪ দলের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে প্রত্যেকে নিজ অবস্থান থেকে কীভাবে দায়িত্ব পালন করতে পারি, সে বিষয়ে কথা হয়েছে।’ এমপিদের সঙ্গে দূরত্ব আছে বলে যে প্রচারণা আছে, তা অস্বীকার করে ফজলে হোসেন বাদশা বলেন, ‘প্রত্যেক এমপি নিজ নিজ নির্বাচনী এলাকায় বেশি সময় ব্যয় করেন। কাজের ব্যস্ততার কারণেই এমপিরা আগের মতো সময় দিতে পারেন না।’ বৈঠকে অংশ নেওয়া এমপি এনামুল হক জানান, বৈঠকটি ছিল মূলত আগামী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কর্মপরিকল্পনা গ্রহণের। সেখানে বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। গতবারের মতো যাতে রাজশাহীর মানুষ ভুল না বোঝে সেজন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা তুলে ধরেছেন এমপিরা। প্রচারণা, কেন্দ্র কমিটির দায়িত্ব তদারকির বিষয়টি যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে খেয়াল রাখার বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘এত উন্নয়নের পরও গত সিটি নির্বাচনে খায়রুজ্জামান লিটনকে পরাজিত হতে হয়েছে। আমরা এমপিরা মনে করি, আগামী নির্বাচনে জয়ী হতে হলে আমাদের আরও বেশি দায়িত্ব পালন করতে হবে। যে যার অবস্থান থেকে কর্মীদের উজ্জীবিত করতে এবং ভোটারদের নৌকার পক্ষে আনতে একসঙ্গে কাজ করা দরকার। তাই বৈঠকটি হয়েছে। সব এমপি একাট্টা হয়ে আগামী নির্বাচনে লিটনের পক্ষে কাজ করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর