শিরোনাম
রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

খুলনা-বরিশাল রুটে যাত্রীদের ভোগান্তি চরমে

তৃতীয় দিনেও চলল ধর্মঘট

বাগেরহাট প্রতিনিধি

খুলনা-বরিশাল রুটে গতকাল তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ থেকেছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির অবৈধ চাঁদার দাবি ও মাঝপথে যাত্রীদের নামিয়ে হয়রানির প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। গত বৃহস্পতিবার বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সাতটি বাস মালিক সমিতির নেতারা সংবাদ সম্মেলন করে সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় বাস মালিক সমিতির নেতারা ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির অবৈধ চাঁদার দাবি ও যাত্রী হয়রানির জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জানা গেছে, খুলনা থেকে বরিশালগামী সরাসরি যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাদের বেশি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে। রূপা সরকার নামে বরিশালগামী এক যাত্রী বলেন, সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় আমি বিপদে পড়েছি। তিনি জানান, ছোট বাচ্চাদের নিয়ে বার বার গাড়ি পাল্টানো খুব সমস্যা। সঙ্গে বাড়তি ভাড়া তো আছেই। বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকী জানান, যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে দ্রুত এ সমস্যার সমাধান হওয়া উচিত। তিনি সমস্যা সমাধানের জন্য ওই অঞ্চলের কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমু ও আবুল হাসানাত আবদুল্লাহর সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর