বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮ ০০:০০ টা

অসুস্থতার ভান করে আদালতকে ফাঁকি দিচ্ছেন কিলার আলমাস

নিজস্ব প্রতিবেদক

অসুস্থতার ভান করে আদালতকে ফাঁকি দিচ্ছেন কিলার আলমাস

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলার প্রধান আসামি উপজেলার শীর্ষ সন্ত্রাসী, এক ডজন হত্যার অন্তরালের কারিগর, কিলার আলমাস এবার অসুস্থতার ভান করে আদালতকে ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে আদালতে অসুস্থতার ভান করলেও মামলার বাদীকে হত্যা মামলা তুলে নিতে একের পর এক হুমকি দিচ্ছেন আলমাস ও তার বাহিনীর লোকজন। কিলার আলমাসের হুমকিতে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন বাদী। জেলে ঢোকার ভয়ে আলমাস একের পর এক অসুস্থতার ভান করছেন বলে মনে করছে বাদীপক্ষ।

আদালত সূত্রে জানা গেছে, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মেধাবী ছাত্রনেতা হাসান মাহমুদ রুবেল হত্যা মামলার প্রধান আসামি খুনি আলমাস নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন। স্থায়ী জামিন করাতে বিভিন্ন প্রভাবশালী মহলে দৌড়ঝাঁপ করছেন। আর এসবে ব্যর্থ হয়ে আদালতে উপস্থিত না হয়ে অসুস্থতার ভান করে আদালতকে ফাঁকি দিচ্ছেন। জানা গেছে, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার মাছিমপুর এলাকার নসুর উল্লাহ মুন্সীর ছেলে তোফায়েল আহমেদ আলমাস ওরফে কিলার আলমাস এবং তার বাহিনীর সুরুজ, নয়ন, কাজল, মাসুদা, খোকনসহ ২০-২৫ জন মিলে মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে ২৭ মে রাতে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করেন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মেধাবী ছাত্রনেতা হাসান মাহমুদ রুবেলকে। এ ঘটনায় রুবেলের বড় ভাই মোমেন মিয়া বাদী হয়ে আলমাসকে প্রধান করে ১৪ জনকে নামীয় ও অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলার প্রধান আসামি আলমাস ৩১ মে হাই কোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে ১০ জুনের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করার নির্দেশ দেয়। এ আদেশের পরিপ্রেক্ষিতে কিলার আলমাস ১১ জুন আদালতে হাজির হয়ে অসুস্থতার ভান করে বিচারকের এজলাসে লুটিয়ে পড়ে যান। এ অবস্থায় বিচারক ২৭ জুন আসামিদের হাজিরের দিন ধার্য করেন। খুনি আলমাস ২৭ জুন আদালতে হাজির না হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে তার পক্ষের কৌঁসুলি আদালতে সময় প্রার্থনা করলে আদালত ১১ জুলাই রুবেল হত্যার মামলাটির প্রধান আসামি কিলার আলমাসসহ সব আসামির হাজিরার দিন ধার্য করেছে বলে আদালত সূত্রে জানা গেছে। এদিকে কিলার আলমাস আদালতের সঙ্গে এমন ফাঁকির কারণে মামলার বাদী মোমেন আতঙ্কিত হয়ে পড়েছেন।

সর্বশেষ খবর