বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮ ০০:০০ টা

প্রধান বিচারপতির পিতার দাফন সম্পন্ন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পিতা অ্যাডভোকেট সৈয়দ মোস্তফা আলীর জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

গতকাল সকাল ১০টায় কুমিল্লা জেলা জজ কোর্টের সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে আদালতের বিচারক ও আইনজীবীসহ সর্বস্তরের লোকজন অংশ নেন। এ সময় ইমামতি করেন আদালত জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু তাহের। জানাজার আগে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে প্রধান বিচারপতি মাহমুদ হোসেন, জেলা ও দায়রা জজ কে এম শামছুল আলম, কুমিল্লা সিটি করপোরেশন মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাশেম খান, সাবেক সভাপতি জহিরুল ইাসলাম সেলিম, অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ অনেকে। জানাজা শেষে মরহুমের কফিনে আইনজীবী ও বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল সাড়ে ৮টায় নগরীর পুরাতন চৌধুরীপাড়া জামে মসজিদে আরেকটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশ তার গ্রামের বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলা দৌলখাড়ের দেওমণ্ডলে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থনে দুপুর আড়াইটায় দাফন করা হয়।

সর্বশেষ খবর