বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বলার অধিকার কেন থাকবে না : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

বলার অধিকার কেন থাকবে না : এরশাদ

চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর জুলুম-নির্যাতন মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, সবারই মত প্রকাশের অধিকার আছে। শুধু ছাত্র নয়, গ্রেফতার নির্যাতন ও অপমান করা হচ্ছে অভিভাবকদেরও। নির্যাতন করা হচ্ছে শিক্ষকদের। তিনি বলেন, দাবি আদায়ে কথা বলার অধিকার আছে। দেশের কোনো নাগরিক তার অধিকারের দাবি তুলতে পারবে না, এটা ঠিক নয়। গতকাল বনানী কার্যালয়ে সাবেক রাষ্ট্রদূত ও সচিব মেজর (অব.) আশরাফ উদ দৌলার জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তব্য রাখেন পার্টির মহাসচির এ বি এম রুহুল আমিন হাওলাদার।

প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এরশাদ বলেন, দুঃখজনক হলো— শিক্ষকরা রাস্তায় শুয়ে আমরণ অনশন করছেন।

সর্বশেষ খবর