শুক্রবার, ৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

হলগুলোতে নেই নিরাপত্তাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা

জুবায়ের মাহমুদ, শাবি

হলগুলোতে নেই নিরাপত্তাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার তেমন কিছুই নেই। ফলে নিত্যই শিক্ষার্থীদের নানা সমস্যায় ভুগতে হচ্ছে।

বিরোধীদলীয় ছাত্র সংগঠনের কার্যক্রম না থাকায় বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠন এককভাবে আধিপত্য চালিয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই ছাত্রসংগঠনের ভিতর রয়েছে পাঁচ-ছয়টি করে গ্রুপ। প্রায় সময়ই অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটছে। যে কারণে সব সময় জানমালের নিরাপত্তাহীনতায় ভোগেন সাধারণ শিক্ষার্থীরা। এই বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ ভাগ শিক্ষার্থীই হলবিমুখ। এ ছাড়াও আরেকটি কারণ আবাসন সমস্যা। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র তিনটি ছাত্র হল ও দুটি ছাত্রী হল। এই হলগুলোতেও নেই পর্যাপ্ত আবাসন সুবিধা। এ ছাড়া রয়েছে মানসম্মত খাবারের অভাব, নিরাপদ পানির অভাব, দুর্বল ওয়াইফাই, ছাত্রী হলে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন সমস্যা। অভিযোগ অনুযায়ী, আর্কিটেকচার ও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের বেশিরভাগ শিক্ষার্থীই একাডেমিক কাজের জন্য উপযুক্ত পরিবেশ না পাওয়ায় হলের প্রতি অনীহায় ভুগছেন। এ ব্যাপারে আর্কিটেকচার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রত্যয় বলেন, ‘আমাদের প্রায় সময় রাত জেগে কাজ করতে হয়। সেই সময় তাত্ক্ষণিকভাবে কিছু জিনিসপত্রের প্রয়োজন হয়, যা হল বা হলের আশপাশে পাওয়া যায় না। এ ছাড়া আমাদের মডেল তৈরির সময় চার ফিট বাই তিন ফিট গ্রাফটিং বোর্ড, ভালো কনফিগারেশনের পিসিসহ পর্যাপ্ত জায়গা প্রয়োজন। কিন্তু হলে এসবের কিছুই নেই।’  অভিযোগ রয়েছে, হলে কোনো হাউস টিউটর না থাকায় এবং প্রভোস্টরা হলের বাইরে অবস্থান করায় হলের তত্ত্বাবধানে থাকে সিসি ক্যামেরা। জরুরি মুহূর্তে পাওয়া যায় না হলের অভিভাবকদের। ফলে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। এসব ব্যাপারে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘যে কোনো সাধারণ শিক্ষার্থী হলে ভর্তি হতে পারবে। এ ছাড়া আবাসন সুবিধা বৃদ্ধি করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। এরই মধ্যে আমরা আবাসিক হলে ওয়াইফাই নেটওয়ার্ক শক্তিশালী করার ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছি।

যারা হলে অবৈধভাবে অবস্থান করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ খবর