রবিবার, ৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সুরের তালে তালে জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক

সুরের তালে তালে জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব

জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে গতকাল ফল উৎসবের আয়োজন করা হয়। —বাংলাদেশ প্রতিদিন

বাউল গানের মনমাতানো তাল আর সুস্বাদু সব দেশীয় ফলের মৌ মৌ গন্ধে বদলে গিয়েছিল জাতীয় প্রেস ক্লাবের নিত্যদিনের আবহ। সদস্য ও তাদের পরিবারের জন্য ২৬ ধরনের ফল দিয়ে সাজানো এই ফলের মেলার আয়োজক জাতীয় প্রেস ক্লাব। গতকাল ক্লাবের অডিটরিয়াম কক্ষে  এই উৎসবের উদ্বোধন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি বলেন, বাঙালির বারো মাসে তের পার্বণ একটি প্রচলিত প্রবাদ। এই ফল উৎসবও তারই ধারাবাহিকতা। ফল শরীরের জন্য উপকারী। তাই সবাইকে তিনি নিয়মিত ফল খাওয়ার পরামর্শ দেন। ফরিদা ইয়াসমিন বলেন, রাসায়নিকমুক্ত ফল পরিবেশন, প্রেস ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যদের এক করাই এই উৎসবের মূল লক্ষ্য। যে এলাকা যে ফলের জন্য বিখ্যাত, ওই এলাকা থেকেই ওই ফল আনা হয়েছে বলেও জানান তিনি। এরপরই শুরু হয় ফল বিতরণ। সবাই সারিবদ্ধ হয়ে ফল সংগ্রহ করেন। এসময় বাউল শিল্পী আলম দেওয়ান ও তার সঙ্গীরা ঢোল, তবলা, একতারাসহ বিভিন্ন যন্ত্রসংগীত নিয়ে গান পরিবশন করেন। তাদের গানের তালে তালে উৎসব আরও মুখর হয়ে উঠে। ছোটবড় সবাই গানের তালে তালে ফল উৎসব উপভোগ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্যামল দত্ত, কুদ্দুস আফ্রাদ, হাসান হাফিজ, শামসুদ্দিন আহমেদ চারু, বিএফইউজের (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজের (ঢাকা সাংবাদিক ইউনিয়ন) সভাপতি আবু জাফর সূর্য, সাংবাদিক নেতা শাবান মাহমুদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর