রবিবার, ৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সরকারি কর্মচারীদের ১ হাজার ফ্ল্যাট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজের ফ্ল্যাট, আশপাশ এলাকা, লিফট, সিঁড়ি— এগুলো নিজেদেরই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর মতিঝিল ও আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০টি বহুতল ভবনে ৯৮৮টি ফ্ল্যাট উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান। এ সময় মতিঝিলে ৪টি ২০ তলা ভবনে ৫৩২টি এবং আজিমপুরে ৬টি ২০ তলা ভবনে ৪৫৬টি ফ্ল্যাটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রান্নাঘরের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, ভবনের আশপাশ ও ব্যালকনিতে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, রাস্তাঘাট থেকে শুরু করে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্ন থাকতে খুব পয়সা লাগে না, আন্তরিকতা লাগে। প্রধানমন্ত্রী জানান, কলোনির পুরনো ভবনগুলো ভেঙে এখানে হাঁটার জায়গা, পার্ক, জলাধার, খেলার মাঠ ও বাগান তৈরি করা হবে। বিদ্যুৎ ও পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, আমরা বিদ্যুৎ ও পানি উৎপাদনে অনেক টাকা ভর্তুকি দিচ্ছি। ঘর থেকে বের হওয়ার সময় নিজের হাতেই বিদ্যুতের সুইচ ও পানির কল বন্ধ করতে হবে। এসব কাজ নিজের হাতে করায় কোনো লজ্জা নেউ উল্লেখ করে তিনি নিজেও ব্যক্তিজীবনে এসবের চর্চা করেন বলে জানান। প্রধানমন্ত্রী এ সময় দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা বজায় আছে বলেই আজ উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে। জনগণ যখনই নৌকায় ভোট দিয়েছে তখনই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।

 আজিমপুর কলোনির বক্তৃতায় বায়ান্নর ভাষা আন্দোলনের দিনটিতে আজিমপুর কলোনিতে থাকার কথা এবং আজিমপুর গার্লস হাইস্কুলে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজিমপুরে বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মতিঝিলের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম। উভয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর