রবিবার, ৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

যুবলীগের বুক স্টলে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক

গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যুবলীগের বইমেলায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। গতকাল এক দিনে বিক্রি হয়েছে ৩ লাখ ৬৭ হাজার টাকার বই। এর অধিকাংশই যুবলীগের নিয়মিত প্রকাশনা ‘যুব গবেষণা কেন্দ্র ও যুব জাগরণ’ কর্তৃক প্রকাশিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনৈতিক দর্শন সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর এ ব্যতিক্রমী উদ্যোগে আওয়ামী লীগ এবং যুবলীগের বিভিন্ন অনুষ্ঠানে বুকস্টল দেওয়া হয়। এসব স্টলে জনগণের ব্যাপক সাড়া পড়ে। গতকাল বেলা ১১টায় গণভবনের পশ্চিম মাঠে দেখা যায়, যুবলীগের বুকস্টলে বিক্রেতারা  বইয়ের পসরা সাজিয়ে বসে আছেন। এ সময় স্টলে এলেন যুবলীগের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তাকে সঙ্গে নিয়ে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বুকস্টল ঘুরে দেখেন। এর কয়েক মিনিটের মাথায় গণভবনে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় যুব জাগরণ কর্তৃক সদ্য প্রকাশিত ‘সংগ্রামের পথ বেয়ে সোনার বাংলার স্বপ্ন’ বই এবং দুটি পত্রিকায় প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র তুলে দেন যুবলীগ চেয়ারম্যান।

প্রকাশনাগুলোয় চোখ বুলিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যে কাজটি করার কথা ছিল আওয়ামী লীগের সে কাজটি করছে যুবলীগ। যুবলীগের এ কাজটি সত্যিই প্রশংসার দাবিদার। কারণ মানুষের কাছে কথা বলতে গেলে তথ্য দিয়েই বলা দরকার।’ বুকস্টল প্রসঙ্গে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, দেশের যুবসমাজসহ সর্বত্র জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে যুবসমাজের মাঝে জাগরণ সৃষ্টি করতে হবে। ভালো ভালো কাজ করতে হবে। তিনি যুবকদের মেধা, মনন, জ্ঞান, বুদ্ধিভিত্তিক রাজনীতিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করেন। বলেন, আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার চিন্তা-চেতনাকে তৃণমূলে জানাতেই বুকস্টলের উদ্যোগ নিয়েছি। গতকাল এক দিনে ৩ লাখ ৬৭ হাজার টাকার বই বিক্রি হয়েছে বলে জানান যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গণভবনের পশ্চিম মাঠে যুবলীগের বুকস্টলে বই বিক্রির ভিড় দেখা গেছে। বুকস্টলের বিক্রীত বইয়ের মধ্যে ছিল ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব : আমার পিতা’ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগ প্রকাশিত বিভিন্ন বই ও পুস্তিকা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোস্টার প্রভৃতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর