সোমবার, ৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

আমরণ অনশনের ১৪ দিন পার করলেন নন এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন চলছেই। গতকাল তারা ১৪ দিনের মতো অনশন করেছেন। বেতন-ভাতার দাবিতে এর আগে লাগাতার ১৫ দিন অবস্থান করেন এই শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে, উত্তর পাশে রাস্তায় তারা এ কর্মসূচি পালন করছেন। নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায় গতকাল বলেন, এর আগেও আমরা অনেকবার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষক আন্দোলন প্রত্যাহার করেছিলাম। কিন্তু সেই আশ্বাসের বাস্তব প্রতিফলন ঘটেনি। তাই এবার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আলোচনার পাশাপাশি আন্দোলনও চলবে। আন্দোলনরত শিক্ষকরা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য একমাত্র নীতি হবে প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি। অতীতে সারা দেশের ২৮ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এভাবেই এমপিওভুক্ত হয়েছে। বর্তমানে পাঁচ হাজার ২৪২টি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানও আগের এমপিওভুক্তির নীতিতে এমপিওভুক্ত হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর