শিরোনাম
সোমবার, ৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করতে দেওয়া হবে না : ইসি

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় নির্বাচনের সময় ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার না করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আমরা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও এমন নির্দেশনা দিয়েছিলাম। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ওয়ারেন্ট ছাড়া কাউকে যেন গ্রেফতার না করা হয়, সেই নির্দেশনা দেওয়া হবে। তবে ওয়ারেন্ট থাকলে সেটা ভিন্ন বিষয়। তিনি বলেন, প্রার্থীর এজেন্টদের নামের তালিকা আগেই নির্বাচন কমিশনে পাঠাতে পরামর্শ দেব। সেইসঙ্গে তিন সিটিতে গাজীপুরের চেয়ে বেশি ভোটকেন্দ্রে ইভিএম ব্যবহার হতে পারে বলে জানান এই নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই এই তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে। কাল চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর